হোম > সারা দেশ > নাটোর

কিশোরীকে গলাটিপে হত্যার ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন। 

আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত যুবকের নাম—শাহাদত হোসেন (৩০)। তিনি সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে। 

রেশমী (১৬) নামের এক কিশোরীকে শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে গলাটিপে হত্যা করেন তিনি। 

এ বিষয়ে নাটোর জেলা জজ কোর্টের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান জানান, ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির উদ্দেশে জড়িয়ে ধরেন শাহাদাত। রেশমী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। এ সময় শাহাদাত ভয় পেয়ে ওই কিশোরীকে গলা টিপে হত্যা করে এবং বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন। 

বিষয়টি টের পেয়ে শাহাদাত হোসেনকে ধাওয়া করে ধরে ফেলে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ওই দিন বিকেলে ভুক্তভোগীর মা সোনাভান বিবি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে পুলিশ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক এ রায় দেন।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়