হোম > সারা দেশ > নাটোর

পুলিশ পরিচয়ে নাটোরে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধি 

নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে নাটোরের চাঁদপুরে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।

পানচাষি আবুল হোসেন জানান, আজ সকালে পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান আনেন তাঁরা। এরপর দুজনে মিলে ১ লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। এরপর লেগুনা নিয়ে বাড়ি ফেরার পথে নাটোর বনবেলঘড়িয়া বাইপাসের অদূরে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাঁদের গতিরোধ করে।

ওই সময় পুলিশ পরিচয়ে তাঁদের বুকে পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশে বসা ব্যবসায়ী বেল্লাল এক ছিনতাইকারীর ছবি তুলে রাখেন বলে জানান তিনি।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ছিনতাইকারীদের ধরতে।’

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১