হোম > সারা দেশ > নাটোর

নাটোরের ৪ আসনেই মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্যরা

নাটোর প্রতিনিধি

নাটোরের চারটি আসনেই মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্যরা। আজ রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চারটি আসন থেকে যাঁরা প্রার্থী হলেন নাটোর-১ শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক ও নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। 

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহিদুল ইসলাম বকুল জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি দ্বিতীয়বার মনোনয়ন পেলেন। 

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) থেকে শফিকুল ইসলাম শিমুল ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এবার তিনি তৃতীয়বার মনোনয়ন পেলেন। 

নাটোর-৩ (সিংড়া) থেকে চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরপর নির্বাচিত হয়ে আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন পলক। 

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মনোনয়ন পাওয়া সিদ্দিকুর রহমান পাটোয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবার এমপি হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেন।

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের