হোম > সারা দেশ > নাটোর

২৭ মে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে আ.লীগের সমাবেশের ঘোষণা

নাটোর প্রতিনিধি

২৭ মে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে নাটোর জেলা আওয়ামী লীগ। ওই দিন জেলার প্রতিটি উপজেলা থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নাটোর শহরে অবস্থান করতে বলা হয়েছে। ওই দিন বিএনপির কোনো নেতা-কর্মীকে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। 

আজ সোমবার বিকেলে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। 

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, চিত্তরঞ্জন সাহা, অ্যাডভোকেট মালেক শেখ, সাংগঠনিক সম্পাদক এমরান সোনার, ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন প্রমুখ। 

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘শেখ হাসিনা কোটি জনতার আবেগ ও ভালোবাসার জায়গা। তাঁকে কেউ হত্যার হুমকি দিলে এ দেশের মানুষ ঘরে বসে থাকবে না। বিএনপিকে নাটোরে আর কোনো দলীয় কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। বিএনপিকে প্রতিরোধে এখন থেকে নাটোরের রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ।’ 

এর আগে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী