হোম > সারা দেশ > নাটোর

নাটোরে চুরির ১৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

নাটোর প্রতিনিধি

নাটোরর চুরি হওয়া ১৩টি মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা-পুলিশ। গত ৬ দিনের অভিযানে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। 

গ্রেপ্তারকৃতরা হলেন-গুরুদাসপুরের সিধুলি গ্রামের আল আমিন ওরফে হিরা, চাটমোহরের হরিপুর এলাকার সাখাওয়াত হোসেন ওরফে পলাম ও সিংড়ার চামারী এলাকার নির্মল সরকার। 

পুলিশ সুপার বলেন, সম্প্রতি নাটোরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির প্রবণতা বৃদ্ধি পায়। জেলা পুলিশের চারটি টিমের নিয়মিত অভিযান ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গুরুদাসপুরের নওপাড়া বাজার এলাকা থেকে আন্তজেলা চোর চক্রের সদস্য আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে চোর চক্রের অপর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারের পর চোর চক্রের ৩ সদস্যকে আদালতে হাজির করানো হয়।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী