নাটোরের বড়াইগ্রামে শ্লীলতাহানির অভিযোগে সাবেক মেয়রের ভাতিজা হায়দার আলীকে (২০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার পুরাতন হল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া যুবক হায়দার আলী উপজেলার মৌখাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে ও বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক সরদারের ভাতিজা।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় পূজা দেখে ফেরার পথে হল মোড় এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে যুবক হায়দার আলী। এ সময় ওই মেয়েটি চিৎকার দিলে স্থানীয় লোকজন যুবকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে হায়দার আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।