হোম > সারা দেশ > নাটোর

মনোনয়ন প্রত্যাহারে বন্দুক ঠেকিয়ে স্বাক্ষর নেওয়া সেই তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীর নিকট থেকে জোর পূর্বক মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি শামসুজ্জামান মোহনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মোহন রহিমানপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া বাজার এলাকা থেকে মোহনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে জামনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী মোহনের বিরুদ্ধে জোর পূর্বক মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে বাগাতিপাড়া মডেল থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দুটি সাদা রঙের হাইচ মাইক্রোবাসে মোহনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক জামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানীর হাঁপানিয়া গ্রামের বাড়িতে গিয়ে তার খোঁজ করে। এ সময় তারা তাঁর নাম ধরে গালিগালাজ করতে থাকে। বাড়িতে গোলাম রাব্বানীকে না পেয়ে তারা ফিরে যায় ও জামনগর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের ওপর গিয়ে তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে জোর করে গাড়িতে তুলে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর করে নেয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, জামনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীর নিকট থেকে জোর পূর্বক মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে, নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা কর্মকর্তা ফেরদৌস আলম জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীর মনোনয়ন প্রত্যাহার হয়নি। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়