হোম > সারা দেশ > নাটোর

পদ্মার তীরে ১০০ চায়না দুয়ারি ও ১৭০০ মিটার কারেন্ট জাল ধ্বংস

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০০টি চায়না দুয়ারি জাল, ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

গতকাল শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত। পরে সন্ধ্যায় পদ্মা পারে জব্দ করা বিভিন্ন জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযানের সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলার দায়িত্বে নিয়োজিত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. তারেক হাসান মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন প্রমুখ। 

অভিযানের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন। তিনি বলেন, পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০০ চায়না দুয়ারি ও ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। 

নাজিম উদ্দিন আরও বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী