হোম > সারা দেশ > নাটোর

নাটোরে আ. লীগ-যুবলীগ নেতাকর্মীর ওপর হামলা, গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি

নাটোরে এক ইউপি সদস্যসহ ৩ যুবলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ইউসুফ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—রাশেদুল ইসলাম কোয়েল (৩২) ও মাসুদ রানা (৩৩)। তাঁরা নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর আজ রোববার বিকেলে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা পারভীন তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল শনিবার দিবাগত রাতে হামলায় গুরুতর আহত লিটন হোসেনের মা রজবী খাতুন বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়। 

মামলার অনান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—নাটোর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মোস্তারুল ইসলাম আলম, নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রানা হোসেন, যুবলীগকর্মী মারুফ বিহারি, রানা বিহারি, গোলাম কিবরিয়া সেলিম, সবুজ, মিঠুন আলী, রনি আহমেদ, নাজমুল শেখ বাপ্পি, মোহন, আছের মোল্লা প্রমুখ। 

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। 

গত শুক্রবার রাতে শহরতলির একডালা এলাকায় ইউসুফ আলী ও আছের উদ্দীনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে গুরুতর আহত একজন ঢাকার পঙ্গু হাসপাতাল ও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়