হোম > সারা দেশ > নাটোর

সরকারি মনোগ্রামযুক্ত গাড়িতে হাত-পা বাঁধা মরদেহ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম হজরত আলী (৪৫)। তিনি রংপুর জেলার বাসিন্দা ও গাজীপুর জেলার কাশিমপুরের তাজ এন্টারপ্রাইজ জুট গোডাউনে কর্মচারী। গোডাউনের মালিক মিজানকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, নাটোরের পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় মিজানুর রহমান (৪১) বাণিজ্য মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে পুলিশ গাড়ি তল্লাশি করে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। 

গোডাউনের মালিক মিজানুর রহমান বলেন, ‘হযরত আলী আমার গোডাউনের কর্মচারী ছিলেন। তার খারাপ আচরণের কারণে গতকাল সোমবার সকালে শাসানোর জন্য বাড়িতে ডেকে নেওয়া হয়। এ সময় তাকে চড়-থাপ্পড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। এর কিছুক্ষণ পর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন হযরত।’

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ‘মরদেহের দুই হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। পিঠের ওপর বোঝাই করা বস্তা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুম করার জন্য মরদেহ নিয়ে ঘোরাফেরা করতে ছিল। মিজানুর রহমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’ 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী