হোম > সারা দেশ > নাটোর

পৌর গ্যারেজে লাগা আগুনে পুড়ল অ্যাম্বুলেন্সসহ ১১ গাড়ি 

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে দুটি অ্যাম্বুলেন্সসহ ১১টি গাড়ি। এ সময় আহত হয়েছেন ওই গ্যারেজের নৈশপ্রহরী মাহাতাব আলী। 

আজ মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিংড়া ফায়ার স্টেশন। 

সিংড়া ফায়ার স্টেশন ও পৌরসভা সূত্রে জানা গেছে, আজ ভোররাত ৪টার দিকে সিংড়া পৌরসভা কার্যালয়সংলগ্ন গ্যারেজে আগুন লাগে। এ সময় নৈশ প্রহরী মাহাতাব আলীর চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং সিংড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এ সময় আগুন নেভাতে গিয়ে নৈশপ্রহরী আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে অ্যাম্বুলেন্সসহ মেয়রের গাড়ি ও চলো প্রকল্পের ১১টি পরিবেশবান্ধব অটো গাড়ি পুড়ে যায়। 

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের গাড়িচালক রমিজুল ইসলাম বলেন, ‘ভোররাতে শুনি আমাদের গ্যারেজে আগুন লেগেছে। আমি বাড়ি থেকে ছুটে এসে দেখি মেয়রেরসহ সব গাড়ি পুড়ে গেছে।’ 

সিংড়া ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুমন আলী জানান, ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার গাড়িসহ ‘চলো’র ১১টি গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হলো। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হবে।’ 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা স্পষ্ট নয়। তবে গ্যারেজটিতে অটোগুলো চার্জ করা হতো বলে জেনেছি। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী