হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, পুলিশের পাহারায় বিএনপির সমাবেশ

নাটোর প্রতিনিধি

নাটোরে পূর্বঘোষিত সমাবেশ শুরুর আগেই ছাত্রলীগ কর্মীদের ককটেল বিস্ফোরণে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দিলে আবারও সমাবেশ শুরু হয়। তবে প্রধান অতিথির বক্তব্যের আগেই সমাবেশ শেষ করে বিএনপি। আজ শনিবার সকালে বিএনপির সমাবেশ শুরুর আগেই পুলিশ অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। 

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে নাটোরে সমাবেশ শুরুর আগে জেলা ছাত্রলীগের কর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ দুটি ককটেল উদ্ধারও করে। এর আগে তাঁরা একটি মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পিডিবি অফিসের সামনে পুলিশ তাঁদের আটকে দেয়। পরে সমাবেশ শুরু হয়ে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ করে বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের কারণে প্রশাসন আমাদের কর্মসূচি সম্পন্ন করতে দেয়নি।’

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি। তবে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’ 

বিএনপির কর্মসূচির প্রতিবাদে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। একই সময় সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরাও আলাদাভাবে শান্তি সমাবেশ করেন।

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি