নাটোরের লালপুরের পদ্মার চরাঞ্চল বন্যায় ডুবে যাওয়ায় কয়েক হাজার গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। চরম খাদ্য সংকট, চিকিৎসা ও বাসস্থান সমস্যায় ডাঙায় আশ্রয় নিয়েছে মহিষের পাল।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের চরাঞ্চলের প্রায় আড়াই শতাধিক খামারির ৪ হাজারের বেশি মহিষ রয়েছে। বন্যার কারণে এসব মহিষ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। খামারিদের বাঁচাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হিমশিম খাচ্ছেন বলে জানান সূত্র।
খামারি কামরুল ইসলাম বলেন, বন্যায় সব ডুবে যাওয়ায় আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। গবাদিপশুর খাবারেরও সংকট দেখা দিয়েছে।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমারী খাতুন বলেন, স্বাস্থ্যসেবায় খামারের মহিষকে টিকার আওতায় আনা হবে। গবাদিপশুর খাদ্য সংকটে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।