হোম > সারা দেশ > নাটোর

খাদ্য সংকটে মহিষের পাল, বিপাকে খামারিরা

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরের পদ্মার চরাঞ্চল বন্যায় ডুবে যাওয়ায় কয়েক হাজার গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। চরম খাদ্য সংকট, চিকিৎসা ও বাসস্থান সমস্যায় ডাঙায় আশ্রয় নিয়েছে মহিষের পাল। 

লালপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের চরাঞ্চলের প্রায় আড়াই শতাধিক খামারির ৪ হাজারের বেশি মহিষ রয়েছে। বন্যার কারণে এসব মহিষ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। খামারিদের বাঁচাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হিমশিম খাচ্ছেন বলে জানান সূত্র। 

খামারি কামাল উদ্দিন জানান, তাঁর খামারে ৪৫টি মহিষ রয়েছে। পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল মহিষ চারণের একমাত্র জায়গা। বন্যায় পদ্মার চর ডুবে যাওয়ায় মহিষের খাদ্যের অভাব দেখা দিয়েছে। বর্তমানে মহিষের খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন খামারিরা। 

খামারি কামরুল ইসলাম বলেন, বন্যায় সব ডুবে যাওয়ায় আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। গবাদিপশুর খাবারেরও সংকট দেখা দিয়েছে। 

ভেটেরিনারি সার্জন মো. নূরুল ইসলাম বলেন, বন্যাজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মহিষ পালনে খামারিদের বিভিন্ন পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে। 

লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমারী খাতুন বলেন, স্বাস্থ্যসেবায় খামারের মহিষকে টিকার আওতায় আনা হবে। গবাদিপশুর খাদ্য সংকটে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী