হোম > সারা দেশ > নাটোর

অর্থ আত্মসাৎ ও প্রতারণা, বিএডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের নামে মামলা

নাটোর প্রতিনিধি 

সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে নাটোর বিএডিসির (সেচ বিভাগ) নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী নামে এক কৃষক।

মামলার শুনানি শেষে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

বাদী কৃষক রওশন আলী অভিযোগ করেন, তিনি তাঁর কৃষি খামারের সেচের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সেচ প্রকল্পের সুবিধা প্রাপ্তির জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন। এ জন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে তাঁদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। দুই প্রকৌশলী চাহিদামতো সেচ সুবিধা প্রদানের আশ্বাস দিলেও অন্য কৃষক থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচপাম্প স্থাপন করে শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, তিনি কোনো অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন। এ বিষয়ে জানেনও না। মামলা হলে আইনগত পদক্ষেপ নেবেন।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী