হোম > সারা দেশ > নাটোর

অর্থ আত্মসাৎ ও প্রতারণা, বিএডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের নামে মামলা

নাটোর প্রতিনিধি 

সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে নাটোর বিএডিসির (সেচ বিভাগ) নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী নামে এক কৃষক।

মামলার শুনানি শেষে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

বাদী কৃষক রওশন আলী অভিযোগ করেন, তিনি তাঁর কৃষি খামারের সেচের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সেচ প্রকল্পের সুবিধা প্রাপ্তির জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন। এ জন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে তাঁদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। দুই প্রকৌশলী চাহিদামতো সেচ সুবিধা প্রদানের আশ্বাস দিলেও অন্য কৃষক থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচপাম্প স্থাপন করে শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, তিনি কোনো অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন। এ বিষয়ে জানেনও না। মামলা হলে আইনগত পদক্ষেপ নেবেন।

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১