হোম > সারা দেশ > নাটোর

ধর্ষণের পর হত্যা, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরে এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেনকে (৪৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার ভোরে ঢাকার সাভারের কলমা বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ ও ৩-এর সদস্যরা। 

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সনজয় কুমার সরকার জানান, গ্রেপ্তার বেলাল দেহ ব্যবসায়ীদের দালাল ছিলেন। নাটোর সদর উপজেলার উলিপুর গুচ্ছগ্রামের বাসিন্দা তিনি। সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গী ইউনিয়নে জেসমিন নামের এক নারীকে সঙ্গে নিয়ে এই ব্যবসা পরিচালনা করতেন। হত্যার শিকার ওই নারী বেলাল ও জেসমিনের মাধ্যমে এই ব্যবসায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন বেলাল। 

সনজয় কুমার সরকার আরও বলেন, ২০১০ সালের ১১ জানুয়ারি বালিয়াডাঙ্গী গ্রামের একটি বাগানে ওই নারীর মরদেহ পাওয়া যায়। সেখানে মরদেহের পাশে একটি ব্যাগ, নোটবুক ও ছবি পাওয়া যায়। এর সূত্র থরে জেসমিনকে পুলিশ গ্রেপ্তার করলেও পালিয়ে যান বেলাল। 

এ ঘটনায় পুলিশের তৎকালীন উপপরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলাল ও জেসমিনের নামে ২০০৩ সালের আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। 

পরে ট্রাইব্যুনাল বিচার শেষে ২০১৩ সালে দুজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন। বেলাল পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে বেলালকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী