হোম > সারা দেশ > নাটোর

লালপুরে জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৮০ পেয়েছিল। 

পরীক্ষার ফল প্রকাশের পর আজ শুক্রবার দুপুরে নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ ঘটনা ঘটে উপজেলার জৈতদৌবকী গ্রামে। 

ওই শিক্ষার্থীর নাম—মোমো (১৬)। সে ওই গ্রামের মহসিন আলীর মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোমো। শুক্রবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু ফল প্রকাশের পর সে জানতে পারে জিপিএ ৩.৮০ পেয়েছে। এর পর থেকেই অনবরত কান্নাকাটি করতে থাকে মোমো। একপর্যায়ে নিজের ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘গলায় ফাঁস দেওয়ায় শ্বাস রোধে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে।’ 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ