হোম > সারা দেশ > নাটোর

নাটোরে বিএনপি ও পুলিশের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি

নাটোরে বিএনপির কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান আহত হয়েছেন। এ ছাড়া যুগান্তরের জেলা প্রতিনিধি শহিদুল হক সরকার, বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামসহ ২০ জন আহত হয়েছেন। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন জানান, বিএনপি কর্মীরা রাস্তা বন্ধ করে ও যানচলাচল আটকে দিয়ে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাঁদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমানের ওপর চড়াও হয় বিএনপি কর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তারপর বিএনপি কর্মীরা নিমেষেই কয়েক দলে বিভক্ত হয়ে ইট পাটকেল ও লাঠিসোঁটাসহ পুলিশের ওপর দফায় দফায় হামলা চালায়। তাঁদের ছোড়া ইটের আঘাতে সাংবাদিক পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

এদিকে ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত