হোম > সারা দেশ > নাটোর

২-৩ হাজার ‘ভোটের লজ্জা’ এড়াতে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী আলাউদ্দিন মৃধা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

‘বর্তমান অবস্থায় নির্বাচন করলে দুই থেকে তিন হাজারের বেশি ভোট পাওয়া যাবে না। যা হবে লজ্জার’ এমন মন্তব্য করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাটোর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন মৃধা। আজ বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন। 

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি। 

মো আলাউদ্দিন মৃধা বলেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ নাই, সুষ্ঠুভাবে প্রচারণা চালানো যাচ্ছে না। আবার দলের মধ্যেও বিভেদ রয়েছে। দল থেকে যেভাবে সহযোগিতার প্রতিশ্রুতি ছিল সেটাও নাই। এদিকে আমার মনোনয়ন বৈধ। তাই ভোটতো পড়বে। এ অবস্থায় নির্বাচন করলে দুই থেকে তিন হাজারের বেশি ভোট পাওয়া যাবে না, যা হবে লজ্জার। তাই, সময় থাকতেই প্রত্যাহার করে নিলাম।’ 

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি নির্বাচনী এলাকার সব সদস্যর মতামত নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছালাম। যদি কখনো ভোটের পরিবেশ হয়, তখন নির্বাচন করব।’ 

এ বিষয়ে বনপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আমাদের প্রার্থী।’ 

জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে কিছু জানা নাই। আবার বাধা দেওয়া হয়েছে, এমন কোনো অভিযোগ আসে নাই।’ ইতিমধ্যে আসা অভিযোগগুলো নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা।

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ