নাটোরে অস্ত্র বহনের মামলায় আলতাব হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলতাব বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ২৬ জুন বড়াইগ্রাম উপজেলার দোগাছি এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। অভিযানে আলতাফ হোসেনের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে তারা। পরে তাঁর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আলতাব হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দে