হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার হিজলি পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আদম খাঁর মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম।

প্রতিবেশী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎই বৃদ্ধার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখে এবং তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা বৃদ্ধা পুড়ে মারা যান এবং ঘরটি পুড়ে যায়। 

প্রতিবেশীরা আরও জানান, একটি ঘরের মেঝেতে খড়কুটো বিছিয়ে একাই থাকতেন বৃদ্ধা। ওই ঘরেই রান্না এমনকি রান্নার কাজে ব্যবহার করা লাকড়িগুলোও রাখতেন। মশার কামড় থেকে রক্ষা পেতে হাঁড়ির খোলায় প্রতিদিনই আগুন দিতেন। শীতের সময় সকাল ও সন্ধ্যায় সেই আগুনে উষ্ণতা অনুভব করতেন।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরে ঘরে পড়ে থাকা বৃদ্ধার আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, ঘরের ভেতরে হাঁড়ির খোলায় থাকা আগুন থেকেই এর সূত্রপাত।

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা