হোম > সারা দেশ > নাটোর

তালিকায় 'মৃত', ভোট দিতে পারলেন না পরিচয়পত্রে জীবিত শিক্ষক 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নির্বাচন কমিশনের তালিকায় মৃত হওয়ায় ভোট দিতে পারলেন না দিপেন্দ্রনাথ সাহা (৫২)। গতকাল রোববার ইউপি নির্বাচনে নাটোরের লালপুর ইউনিয়নের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও জোতদৈবকী গ্রামের বাসিন্দা। 

দিপেন্দ্রনাথ সাহা বলেন, ২০১৫ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারি নির্বাচন কমিশনের মৃত ব্যক্তির তালিকায় আমার নাম রয়েছে। ওই বছর উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করি। তিন বছর পর ২০১৮ সালে জাতীয় পরিচয়পত্র সংশোধিত কপি হাতে পাই। কিন্তু ভোটার তালিকা সংশোধন না করায় ভোট দিতে পারিনি। 

দিপেন্দ্রনাথ সাহা আরও বলেন, নির্বাচন কমিশনের কাগজে-কলমে আমাকে মৃত উল্লেখ করায় বেতন-ভাতা উত্তোলনে ও পাসপোর্ট ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে। সংশোধনের জন্য আবেদনের তিন বছর পর নির্বাচন কমিশনের সার্ভারে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হলেও ভোটার তালিকায় আবারও মৃত দেখানো হয়েছে। এর আগে অনেকবার ভোট দিয়েছি এবং শিক্ষক হিসেবে ভোটগ্রহণের দায়িত্বও পালন করেছি। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, সার্ভারে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়া হয়েছে। কিন্তু ভোটার তালিকা কেন সংশোধন হলো না তা বুঝতে পারছি না। ভোটার তালিকা খুব শিগগিরই ঠিক করে দেওয়া হবে।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত