হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ছয় পা, আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম গ্রামের দুলাল হোসেনের বাড়ির এই বাছুরের জন্ম হয়।

আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে যায়, এলাকার শত শত মানুষ বাছুরটি দেখতে সে বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবৎ একটি গাভি লালন পালন করছেন। বুধবার সামনে চারটি পা এবং পেছনের আরও দুটি পা নিয়ে একটি বাচ্চা জন্ম দেয়। এ ছাড়া বাছুরটির আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে।

গরুর মালিক আরও বলেন, শারীরিক আরও কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। তখন বাছুরটি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন। বাছুরটি সুস্থ থাকলে অপারেশনের মাধ্যমে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, ‘আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী