হোম > সারা দেশ > নাটোর

ঘোষণার পরই বাড়ল এলপি গ্যাসের দাম

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে ঘোষণার পরই এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। উপজেলার বিভিন্ন দোকানে তরলকৃত ১২ কেজির গ্যাস সরকারি খুচরা মূল্য ৮৯১ টাকা হলেও এখন ১ হাজার ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। 

জানা গেছে, গত বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডারে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করার ঘোষণা দেয়। যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে বলে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এলাকার ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করে ঘোষণার দিন থেকেই গ্যাসের দাম বৃদ্ধি করেছেন। 

এলপিজি সিলিন্ডার কিনতে আসা রাব্বুল ইসলাম বলেন, আজ শনিবার আমি গ্যাস কিনতে এসেছি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগেই সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন। এতে তাঁদের হাতে জিম্মি হয়ে আমাদের বেশি দাম দিয়েই সিলিন্ডার কিনতে হচ্ছে। 

লালপুর বাজারের এলপিজি ব্যবসায়ী সোনার বাংলা ট্রেডার্সের মালিক আমিরুল ইসলাম বলেন, দাম বৃদ্ধির ঘোষণার পর থেকে আমাদেরও বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এ ব্যাপারে বাজার তদারকি করা হবে। যদি কেউ নির্দেশ অমান্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী