হোম > সারা দেশ > নাটোর

নাটোরে রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

 লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরের আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইনের বিভিন্ন স্থান থেকে দুর্বৃত্তরা ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে । ছবি: আজকের পত্রিকা।

নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে রেললাইনের ক্লিপ চুরি করে হয়ে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা-পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জিআরপি থানা-পুলিশকে অবহিত করা হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।

শনিবার ঘটনাস্থলে গেলে রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীরা জানান, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশনের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ রেলপথের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নেই। ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিনিয়তই চুরি করছে ক্লিপ। বিশেষ করে হাতুড়ি দিয়ে রেললাইনের স্লিপার ভেঙে এবং ব্লেড দিয়ে কেটে ক্লিপ চুরি করে নিয়ে যায় তারা। যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

আজিম নগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু চুরি রোধ করা যাচ্ছে না। এতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দ্রুত স্লিপার সংস্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা-পুলিশকে অভিযোগ করেছেন। অব্যাহত ক্লিপ চুরির বিষয়ে জিআরপি থানা-পুলিশকে জানানো হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, কিছুদিন হলো এ থানায় তিনি যোগদান করেছেন। ক্লিপ চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার