হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার হালতি বিলে ও খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন—নলডাঙ্গার উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৪) ও নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী (৩১)। 

আহতেরা হলেন—খোলাবাড়িয়ার কাফাজ উদ্দিনের ছেলে সেন্টু (৫২) ও রংপুর জেলার মকবুল হোসেন (৪৮)। মকবুল পেশায় শামুক ব্যবসায়ী। 

নলডাঙ্গা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার হালতি বিলে মোমিন, সেন্টু ও মকবুল নৌকা নিয়ে শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মোমিন নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। সেন্টু ও মকবুল গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন। 

অন্যদিকে খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে রায়হান আলী নামের এক জেলের মৃত্যু হয়।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী