নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মা ও বড় ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে সাইফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের পিওভাগ গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে বড় ভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীর নাম সুজন আলী (৩৬)। তিনি উপজেলার পিওভাগ গ্রামে সোবাহান আলীর ছেলে।
সুজন আলী বলেন, ‘আমার ভাই মাদক সেবন ও বিক্রয় করে। প্রায় রাতেই বাড়িতে আড্ডা হয়। আমার মা ও আমি বাধা দিলে মাকে মারধর করে। মারধরে আমার মায়ে একটি চোখ নষ্ট হয়ে গেছে।’
প্রতিবেশী দবির উদ্দিন আহম্মেদ বলেন, ‘গ্রামের লোকজনের কাছে টাকা চায়। না দিলেই গালিগালাজ করে।’
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একাধিকবার বিষয়টি নিয়ে সালিস করেছি। সালিসে অঙ্গীকার করে পরে গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে হয়রানি করে।’
অভিযুক্ত সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি মাদক সেবন করি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’