হোম > সারা দেশ > নাটোর

চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল

 লালপুর (নাটোর) প্রতিনিধি

আমিন খান ১-হাতে ট্রফি তুলে দিচ্ছেন নায়ক আমিন খান। ছবি: আজকের পত্রিকা

মাঠ ভর্তি জনতার সমাগম। তিল ধরানোর ঠাঁই নেই। সবার নজর মঞ্চে দিকে, প্রিয় নায়ককে এক নজর দেখতে ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়।

এ দৃশ্য নাটোরের লালপুরের বিলমাড়িয়া কলেজ মাঠের। ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। গতকাল রোববার বিকেলে ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিলমাড়ীয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক আমিন খান। এ সময় মাঠে নেমে ফুটবল প্রেমী দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমিন খান। উপস্থিত বিপুলসংখ্যক দর্শক তাঁকে হাত নাড়িয়ে অভিবাদন জানান। তিনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্যের পাশাপাশি গান পরিবেশন করে। দর্শকদের ভিড় দেখে আবেগ আপ্লুত হয়ে যান। এমনকি বারবার লালপুরে ফিরে আসতে চান বলেও জানান।

আমিন খান ২-চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল। ছবি: আজকের পত্রিকা

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেল্লাবাড়িয়া হযরত শাহ বাগুদেওয়ান ফুটবল একাদশ ১-০ গোলে মনিহারপুর যুব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি ও মার্সেল কোম্পানির একটি ফ্রিজ এবং বিজিত দলের হাতে ট্রফি ও একটি মার্সেল মনিটর তুলে দেন। এরপর সন্ধ্যায় আমিন খান লালপুরে মার্সেল শো-রুমের উদ্বোধন করেন।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত