হোম > সারা দেশ > নাটোর

মনোনয়নপত্র সংশোধনের টাকা চেয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরে মনোনয়নপত্রের ভুল সংশোধনের জন্য নির্বাচন অফিসের লোক পরিচয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল রোববার রাতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম রিপন খন্দকার (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের জন্যও আবেদন করা হয়েছে।’ 

পুলিশ বলছে, রিপন খন্দকারের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহানারা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রাতে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রার্থী জাহানারা বেগমের মোবাইল নম্বরে কল করেন রিপন খন্দকার। এ সময় তিনি জানান তাঁর মনোনয়নপত্রে কিছু ভুল আছে, সেগুলো সংশোধন করতে হলে কিছু টাকা দিতে হবে। এ ধরনের কথায় সংসদ সদস্য প্রার্থী জাহানারা বেগমের সন্দেহ হয়। পরে তিনি ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার একপর্যায়ে বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পরে সংসদ সদস্য প্রার্থীর ছেলে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী