নাটোরের বড়াইগ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের হারোয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সূর্য হোসেন (১৮)। তিনি লালপুর উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ বলছে, সূর্য হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে করে বনপাড়ায় কাজের উদ্দেশে যাওয়ার পথে হারোয়া এলাকায় মাটি বহনকারী একটি ট্রাক্টর তাঁকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেলসহ পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় একজন মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।