হোম > সারা দেশ > নাটোর

চিরকুটে নম্বর লিখে বৈদ্যুতিক মিটার চুরি

 লালপুর (নাটোর) প্রতিনিধি

ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। এদিকে যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোরের দল। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

আজ শুক্রবার ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তিরা হলেন—সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজারসংলগ্ন রাইস মিলে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করলে অজ্ঞাতনামা ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী