হোম > সারা দেশ > নাটোর

আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাজেদ হোসেন (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া সদর ইউনিয়নের জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত মাজেদের বাড়ি পার্শ্ববর্তী পাকা ইউনিয়নের আস্তিকপাড়া এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিগরী বাজারের দক্ষিণ পাশে ক্ষিদ্রমালঞ্চি গ্রামের মোশাররফ হোসেন তাঁর একটি আমগাছ ওই এলাকারই আইয়ুব আলীর কাছে বিক্রি করেন। সেই গাছের পাশে ঘরের টিনের চালার ওপর দাঁড়িয়ে আম পাড়ছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের চালার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা চালা থেকে নামানোর কিছু সময় পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জিগরী বাজারের দোকানি রবিউল ইসলাম জানান, মানুষের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি লোকটি ঘরের টিনের ওপর পড়ে আছেন। আর পাশে বিদ্যুতের তারের সঙ্গে আমপাড়া আংটায় ঝুলছে কাঁচা বাঁশের লগি। টিনের ওপর থেকে তাঁকে নামানো হয়। কিছু সময় পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। 

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ