হোম > সারা দেশ > নাটোর

আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাজেদ হোসেন (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া সদর ইউনিয়নের জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত মাজেদের বাড়ি পার্শ্ববর্তী পাকা ইউনিয়নের আস্তিকপাড়া এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিগরী বাজারের দক্ষিণ পাশে ক্ষিদ্রমালঞ্চি গ্রামের মোশাররফ হোসেন তাঁর একটি আমগাছ ওই এলাকারই আইয়ুব আলীর কাছে বিক্রি করেন। সেই গাছের পাশে ঘরের টিনের চালার ওপর দাঁড়িয়ে আম পাড়ছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের চালার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা চালা থেকে নামানোর কিছু সময় পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জিগরী বাজারের দোকানি রবিউল ইসলাম জানান, মানুষের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি লোকটি ঘরের টিনের ওপর পড়ে আছেন। আর পাশে বিদ্যুতের তারের সঙ্গে আমপাড়া আংটায় ঝুলছে কাঁচা বাঁশের লগি। টিনের ওপর থেকে তাঁকে নামানো হয়। কিছু সময় পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী