হোম > সারা দেশ > নাটোর

লালপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচোরা গ্রামে এ ঘটনা ঘটে। শিউলি একই এলাকার দুবাইপ্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। পরিবারের অভিযোগ, সম্পর্কের জেরে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে হত্যা করেছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুবাইপ্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগম (২৩) ও তাঁদের দেড় বছরের সন্তান আব্দুল্লাহ এবং শিউলির দেবর দুবাইপ্রবাসী রিপনের স্ত্রী নিতু খাতুন একই বাড়িতে বসবাস করতেন। নিতু পাঁচ দিন আগে বাবার বাড়িতে যান। শিউলি খাতুন সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, বাড়িতে কেউ না থাকায় শিউলির মামা পরিচয়ে বরিশালের অজ্ঞাত এক ব্যক্তি চার দিন ধরে সেখানে অবস্থান করছিলেন। আজ শনিবার সকালে নিতু বাড়িতে এসে ডাকাডাকি করলে অজ্ঞাত ওই ব্যক্তি দরজা খুলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর শোয়ার ঘরে হাত মোড়ানো অবস্থায় শিউলির লাশ পড়ে থাকতে দেখেন তিনি। 

রিপনের স্ত্রী নিতু খাতুন জানান, প্রবাস থেকে ভাশুর সোহানুর রহমান তাঁকে ‘কে এই মামা’ জানার জন্য বললে তিনি আড়ানি নুরনগর বাবার বাড়ি থেকে আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে এসে দেখেন এক অজ্ঞাত ব্যক্তি অবস্থান করছেন। ঘরে প্রবেশ করে নিতু দেখেন হাত মোড়ানো অবস্থায় শিউলি বিছানার ওপর পড়ে আছেন। এ সময় তিনি স্থানীয় লোকজনকে ডাকলে অজ্ঞাত ওই ব্যক্তি কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে নিহত গৃহবধূর সম্পর্ক ছিল এবং তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নেমেছে।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী