হোম > সারা দেশ > নাটোর

কলেজছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে আটক ১০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে এক কলেজছাত্রীকে তাঁর বোনের বাড়ি থেকে অপহরণের চেষ্টার অভিযোগে ৫ নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর শহরের ছাতিয়ানগাছা এলাকা থেকে তাঁদের আটক করেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সরল মুরমু ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, গোদাগাড়ী এলাকার ওই কলেজছাত্রী সম্প্রতি বোনের বাড়ি ছাতিয়ানগাছায় বেড়াতে আসেন। তিনি স্থানীয় গোদাগাড়ী এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজে যাতায়াতের সময় শফিউল ইসলাম (২৮) নামের এক যুবক তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে হয়রানি করছিল। সেই হয়রানি থেকে রক্ষার জন্যই বোনের বাড়িতে আসা। মঙ্গলবার বিকেলে তাঁর দুই বান্ধবী গোদাগাড়ী থেকে আসেন ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে। আর এদিকে শফিউল ওই ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে ওই দুই বন্ধবীসহ ১০ জন একটি মাইক্রোবাস নিয়ে আসেন। তাঁরা বোনের বাড়ির অদূরে অপেক্ষা করেন আর দুজনকে বাড়িতে পাঠান। তাঁদের নাশতা করিয়ে সড়কে বিদায় দিতে এলে অন্যরা তাঁকে ধরে মাইক্রোবাসে তুলে ফেলেন। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা মাইক্রোসহ চক্রের সবাইকে আটক করে পুলিশে খবর দেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবর রহমান বলেন, গাড়িচালকসহ ১০ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়