হোম > সারা দেশ > নাটোর

ব্রেক বিকল হয়ে সেতুর ঢালে নেমে এল ট্রাক, দুমড়েমুচড়ে গেল ৯ অটোরিকশা ও মোটরসাইকেল

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সেতুর ঢালে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণহীন ট্রাক পেছনে নেমে ৮টি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে দুমড়েমুচড়ে দিয়েছে। এ সময় অটোরিকশার দুই যাত্রী এবং দুই চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 

আজ রোববার বিকেল ৪টার দিকে নলডাঙ্গা পৌরসভা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন তাহেরপুরের জেসমিন খাতুন (৩৫), বাঁশিলা গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫), চেউখালি গ্রামের অটোরিকশাচালক আবুল হোসেন (৫০) ও মাধনগরে অটোভ্যানচালক সেন্টু (৩০)। 

নলডাঙ্গা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা বারণই নদের ওপর নির্মিত সেতুর দক্ষিণ ঢালে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাক ব্রেক ফেল করে পেছনের দিকে নামতে থাকে। এ সময় দাঁড়িয়ে থাকা নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাহবুব রহমানের মোটরসাইকেল ও তিনটি অটোরিকশা এবং ৫টি অটোভ্যান দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় বসে থাকা এক নারী যাত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। স্থানীয়দের অভিযোগ, এই সেতুর দুই ধারে গড়ে উঠেছে দোকান ও অবৈধ অটোস্ট্যান্ড। এ কারণে বারবার দুর্ঘটনায় মানুষের ক্ষতি হচ্ছে। এর আগে একইভাবে এক নারী পথচারী নিহত হয়েছিলেন। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ট্রাকটি সেতুর ঢালে দাঁড়িয়ে ছিল। সেটি চালু করলে ব্রেক আর কাজ করেনি। এতে ট্রাকটি পেছন দিকে যেতে থাকে, এতে দুর্ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয় এবং একটি মোটরসাইকেল এবং ৮টি অটোরিকশা-ভ্যান দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী