হোম > সারা দেশ > নাটোর

শিশু ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আসামির নাম আ. কুদ্দুস (৩৯)। ঘটনার প্রায় ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। গ্রেপ্তার কুদ্দুস উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুদ্দুস ২০০৬ সালের ২০ জুন দুপুরে আট বছর বয়সের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর তিনি শিশুটিকে হত্যা করে পালিয়ে যান। পরে শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান। 

র‍্যাব জানায়, গতকাল সন্ধ্যায় কুদ্দুসকে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ