হোম > সারা দেশ > নাটোর

লালপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত ১ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বিদ্যুতায়িত হয়ে রাসেম আলী (৩৩) নামের এক বিদ্যুৎসংযোগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, নিহত রাসেম উপজেলার বালিতিতা ইসলামপুর (সরকারপাড়া) গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটিতে ডিশলাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পড়ে আহত হন রাসেম আলী। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম জানান, রাসেম আলী বৈদ্যুতিক খুঁটি থেকে মারাত্মকভাবে আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান জানান, ডিশলাইন ব্যবসায়ীরা অবৈধভাবে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে থাকেন। খুঁটিতে উঠে সংযোগ লাইনে বিপজ্জনকভাবে কাজ করেন তাঁরা। এ ধরনের দুর্ঘটনা এড়াতে যেকোনো ধরনের সংযোগ লাইনে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার নিষিদ্ধ করে প্রচারণা চালানো হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি।

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের