হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাজা মালঞ্চি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে ছিল খয়েরি, সাদা-কালো প্রিন্ট শাড়ি। বয়স আনুমানিক ৬৫ বছর। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বড়াল নদে বৃদ্ধাকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। দুপুর ১২টার দিকে আসে পিবিআই এবং বেলা ১টার সময় আসে সিআইডি। এরপর মরদেহ নদ থেকে তোলা হয়। এখনো তাঁর পরিচয় শনাক্ত হয়নি। এ ছাড়া শরীরে মৃত্যুর কোনো আলামতও পাওয়া যায়নি। 

বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে একটি পুঁটলি পাওয়া যায়। সেখানে পুরোনো ছেঁড়া-ফাটা কিছু পলিথিন ও কাগজ রয়েছে। ধারণা করা হয়েছে এটা তাঁরই। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী বলেন, প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। পিবিআই এবং সিআইডি মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী