হোম > সারা দেশ > নাটোর

রেললাইন ভাঙা দেখে লাল নিশানা উড়িয়ে ট্রেন থামাল জনতা

লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

নাটোরের লালপুরে রেললাইন ভাঙা দেখে লাল ওড়না উড়িয়ে সতর্কসংকেত দেখান সাধারণ মানুষ। ফলে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস থেমে যায়। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। আজ শনিবার সকালে আজিমনগর-আব্দুলপুর সেকশনের বৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আজ সকালে স্থানীয় লোকজন আজিমনগর ও আব্দুলপুর সেকশনের মধ্যবর্তী বৃষ্টপুর এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান। এ সময় ওই লাইন দিয়ে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে আসতে দেখে দুর্ঘটনার আশঙ্কা থেকে ট্রেনটিকে থামানোর জন্য লাল ওড়না উড়িয়ে সতর্কসংকেত দেখানো হয়। লাল কাপড় উড়তে দেখে ট্রেনের চালক ট্রেনটিকে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি ও এর যাত্রীরা। 

আজিমনগর স্টেশনমাস্টার কামরুল হাসান লিখন জানান, ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে সকাল ৭টা ১৮ মিনিটে ছেড়ে যায়। কিছুক্ষণ পর রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন থামানোর বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। তারপর দ্রুত ত্রুটিপূর্ণ জায়গাটি মেরামত করা হয়। আগের কোনো ট্রেন যাওয়ার সময় চাপে রেললাইনের ওই অংশ ভেঙে যেতে পারে। বর্তমান লাইনে ট্রেন চলাচল  স্বাভাবিক রয়েছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী