হোম > সারা দেশ > নাটোর

লালপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের দুই সমর্থক আহত হয়েছেন। গতকাল শনিবার লালপুর উপজেলার মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি। 

আহতরা হলেন উপজেলার মাঝগ্রাম এলাকার জবান উদ্দীনের ছেলে লিমন হোসেন আশিক ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আজিম। 

আহত লিমন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাঝগ্রাম আসলাম মোড়ে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক খুদরত-ই-খুদা পনিরের নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থক মুসা আলীকে (২৬) মারধর করা হয়। এ সময় তাঁকে নৌকার পক্ষে কাজ করার জন্য শাসানো হয়। পরে শনিবার সকালে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতারকে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

লিমন আরও বলেন, ‘ওই দিন অভিযোগের কথা শুনে খুদরত-ই-খুদা ক্ষিপ্ত হয়ে আমাকে লাঠি দিয়ে মারধর করে। আমাকে বাঁচাতে চাচাতো ভাই আজিম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।’ 

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে কুদরত-ই-খুদা বলেন, ‘কাউকে মারধর করা হয়নি। ঘটনার সময় আমি কাশেমপুর বাজারে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলাম। শুনেছি, দৌড়াতে গিয়ে পড়ে আশিক আহত হয়েছেন।’

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী