হোম > সারা দেশ > নাটোর

রাজশাহী সিটি কলেজের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

নাটোরে রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্রী সানজিদা আক্তার বিনাকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর শাখা। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের আহ্বায়ক জিন্নাত আরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, মহানগর শাখার অর্থ সম্পাদক মুনিম ইসলাম, সদস্য মো. শামীম প্রমুখ। 

এ সময় তাঁরা শিক্ষার্থী সানজিদার ওপর অ্যাসিড সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান। বক্তারা অ্যাসিড নিক্ষেপকারী বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তা না হলে অ্যাসিড সন্ত্রাস থামবে না বলে তাঁরা উল্লেখ করে। 

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় নাটোর সদরের দত্তপাড়ায় সানজিদা আক্তারকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটে। ঘটনার পর সানজিদাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সানজিদা রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী