হোম > সারা দেশ > নাটোর

এক রাতে ১২ বৈদ্যুতিক মিটার-ট্রান্সফরমার চুরি, একজন আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১১টি মিটার ও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজার থেকে ১১টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। অপর দিকে নগর ইউনিয়নের লক্ষ্মীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এনিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল।

এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিল থেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে যায় চোর চক্রের সদস্যরা। আর লক্ষ্মীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে।

পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা গেছে, শিল্প মিটারগুলো কোনো বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটিই কাজে লাগিয়ে নিয়মিত মিটার চুরি করে সেখানে বিকাশ নম্বর রেখে যাচ্ছে। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার।

জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষ্মীকোল সাবজোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি। এ নিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী