হোম > সারা দেশ > নাটোর

শ্রমিকনেতা মনজুর হত্যা: ১ বছর পর আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 

হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ এক বছর পর নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিকনেতা মনজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি হাসান আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে নাটোরে আনার পর আদালতে পাঠানো হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ২০২৪ সালের ৩০ মে রাত রাতে নাটোরের লালপুরে আজিমনগর রেলস্টেশনের পাশে একটি চা-স্টলে আড্ডা দেওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমানের মাথা ও পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

পরে ওই বছরের ২ মে নিহত মনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে হাসান আলীকে প্রধান আসামি করে ১৬ জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি হাসান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। হাসানের নামে লালপুর থানায় আরও ১৪টি মামলা রয়েছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী