হোম > সারা দেশ > নাটোর

প্রতিমন্ত্রী পলকের গণশুনানি: ওসি মিজানকে বিকেলে প্রত্যাহারের আদেশ সন্ধ্যায় বাতিল

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানিতে নানা অনিয়মের অভিযোগ ওঠা নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনসে প্রত্যাহার করার আদেশ বাতিল করা হয়েছে।

গণশুনানির এক দিনের মাথায় আজ সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মিজানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে সন্ধ্যায় আরেকটি পত্রে সংযুক্তি আদেশ বাতিল করা হয়। 

ওসিকে প্রত্যাহারের বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ সুপার তারিকুল আজ সোমবার গণশুনানির বিষয়টি এড়িয়ে বলেন, ‘সিংড়া থানার ওসির বদলি রুটিন ওয়ার্ক। দ্রুত সিংড়া থানায় নতুন ওসি পোস্টিং করা হবে।’ তবে আদেশ বাতিলের বিষয়টি জানতে চেয়ে সন্ধ্যায় কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গতকাল রোববার সিংড়া উপজেলার বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে কোর্ট মাঠে গণশুনানি করেন প্রতিমন্ত্রী পলক। এ সময় অর্ধশত ভুক্তভোগী অভিযোগ করেন, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া, চুরি, জমি দখল, মাদক কারবার, সন্ত্রাসীদের হুমকিসহ নানা অভিযোগ নিয়ে থানায় গেলেও ওসির সহযোগিতা পান না। তখন ওসি সহযোগিতা না করার বিষয়টি এড়িয়ে প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এতে করে প্রতিমন্ত্রী ওসি মিজানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ