হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ইউপি নির্বাচনের প্রচারণায় বাধার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ. আলীমকে প্রচারণায় বাধা দেওয়া হয়েছে বলে প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের অনুলিপি জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও, রিটার্নিং অফিসারকেও পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আজাদের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন আ. আলীম। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পারকোল এলাকায় প্রচারণা করতে গেলে নৌকা প্রতীকের পক্ষে ৫–৬ জন বহিরাগত কর্মী আ. আলীমকে বাধা প্রদান করেন। তাঁদের বাধা প্রদান, হুমকি ও বাগ্‌বিতণ্ডা সৃষ্টির ফলে প্রচারণার পরিবেশ বিঘ্নিত হওয়ায় তিনি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। 

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোটের পরিবেশ রক্ষায়, সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

এ দিকে অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো কর্মী, সমর্থক এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই। তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে এ রকম ঘটনা ঘটিয়ে আমার ওপর চাপাচ্ছে।’ 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী