নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের লাশ থানায় আছে। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিশি খাতুন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।