হোম > সারা দেশ > নাটোর

লালপুরে সেই সেতুর মেরামত কাজ শুরু

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনের সেতুতে পাট বোঝাই ট্রাক উল্টে যাওয়া সেই রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকালে কাজ শুরু করেছে রিজভী কন্সট্রাকশন। 

জানা যায়, গতকাল মঙ্গলবার আজকের পত্রিকা'য় 'লালপুরে উল্টে গেছে পাট বোঝাই ট্রাক' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে নির্মাণাধীন রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী কন্সট্রাকশনের টনক নড়ে। তাঁরা দ্রুত সেতুর বিকল্প চলাচলের রাস্তার কাজ শুরু করেন। 

স্থানীয়রা বলেন, রিজভী কনস্ট্রাকশনের উদাসীনতার কারণে ট্রাকটি উল্টে গেছে। সড়কে সতর্কতামূলক কোন সাইন বোর্ড নাই। চালক বুঝতে না পেরে ভরাটকৃত নতুন মাটির রাস্তায় চলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

ভুক্তভোগীরা বলেন, মিডিয়ার বদৌলতে মানুষকে ভোগান্তি থেকে রেহাই দিতে কর্তৃপক্ষ কাজ শুরু করায় আমরা কৃতজ্ঞ। সামাজিক দায়বদ্ধতা থেকে এ পদক্ষেপে এলাকাবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। 

রিজভী কনস্ট্রাকশনের সুপারভাইজার শফিক আহম্মেদ বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘব করতে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়েছে। 

উল্লেখ্য, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন সেতুর পাশে পাট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৫০৫) উল্টে যায়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও উল্টে যাওয়া ট্রাকটির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ওই সড়ক দিয়ে চলাচলরত মানুষজন। পরে গতকাল সকাল ১০টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী