হোম > সারা দেশ > নাটোর

কৃষক রওশন হত্যা: চেয়ারম্যানসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

কৃষক হত্যায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে কৃষক রওশন আলম শেখ (৬৫) হত্যা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলেসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তারা। মঙ্গলবার বিকেলে উপজেলার দিঘইর গ্রামের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত রওশন আলমের ছেলে জিয়ারুল ইসলাম, ভাই হাশেম আলী শেখ, বোন লিলি বেগম, জামাতা আফসার আলী, শ্যালক সায়মুদ্দিন, ভাতিজা আরিফুল ইসলাম ও গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন।

আরিফুল ইসলাম বলেন, ‘গত ১১ জুন সন্ধ্যায় আমার বড় চাচা রওশন আলম বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাঁর ছেলে উপজেলা সৈনিক লীগের সম্পাদক সোহেল রানা পুটুর নেতৃত্বে ১৫-২০ জন তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে দুই দিন পর নাটোর সদর হাসপাতালে মারা যান।’

আরিফুল বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং মামলা তুলে নিতে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন, মামলা প্রত্যাহার না করলে রওশন আলমের মতো বাদী ও পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হবে।’

মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।

অভিযুক্ত সোহেল রানা মোবাইল ফোনে বলেন, ‘সেদিন সামান্য হাতাহাতি হয়েছিল। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা কাউকে হুমকি দিচ্ছি না।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন। তাই আপাতত তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের কেউ হুমকির শিকার হলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১১ জুন সন্ধ্যায় দিঘইর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কৃষক রওশন আলম শেখ মারা যান।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়