হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় যুবদল নেতাকে পিটিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সজিব হোসেন (৩২) নামের এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে আহত অবস্থায় ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নীলডাঙ্গা এলাকায় তাঁকে ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

সজিব হোসেন (৩২) রামশাকাজির হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা সজীব নামের একজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে ফেলে গেছে। তদন্ত করে দেখা হচ্ছে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলডাঙ্গা স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সজিব হোসেন বাড়ির পাশে রামশাকাজিপুর ডা. নাছির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনের চায়ের স্টলে ক্যারম বোর্ড খেলছিলেন। এ সময় হেলমেট পরিহিত চার-পাঁচজন লোক তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে আহত করে আধা কিলোমিটার দূরে নীলডাঙ্গা এলাকার জাহাঙ্গীরের মোড়ে ফেলে যায়। 

সজিব হোসেনের ভাই সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইয়ের এক হাত ও এক পা ভেঙে গেছে বলে এক্স-রে রিপোর্টে জানা গেছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী