হোম > সারা দেশ > নাটোর

মুক্তিযুদ্ধে হত্যাকাণ্ডের দায়ে পান মৃত্যুদণ্ডাদেশ, ছদ্মবেশেও রক্ষা পেলেন না আসামি

নাটোর প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সময় যশোরে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে গত ২৫ জুন মো. ফসিয়ার রহমানকে (৬৫) মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্ন স্থানে ঘুরছিলেন ছদ্মবেশে। এরপরও শেষ রক্ষা হলো না তাঁর। আজ বুধবার নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

ফসিয়ার রহমানের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি যশোরে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। এ ছাড়া তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। 

ফসিয়ার রহমানকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘অভিযানে র‍্যাব-৫ এর সঙ্গে র‍্যাব-৬ এর সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারের পর ফসিউরকে র‍্যাব-৬ এর কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

র‍্যাব কমান্ডার ফরহাদ জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যশোরে ৬ জনকে হত্যা, অপহরণ, নির্যাতন, আটকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিলেন ফসিউর। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ তাঁরসহ ৪ জনের অপরাধ প্রমাণিত হয়। গত ২৫ জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ফসিউরসহ ৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। 

মৃত্যুদণ্ডের আদেশের পর থেকে ফসিউর বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন ছিলেন। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে তাঁকে লালপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব কমান্ডার ফরহাদ।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী