হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে দুই ভুয়া র‍্যাব আটক

প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর) 

নাটোরের বড়াইগ্রামে দুই ভুয়া র‍্যাবকে আটক করেছে র‍্যাব। রোববার সন্ধ্যার পর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পাবনা সাঁথিয়া উপজেলার হলুদগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোরশেদ (৩৪) এবং একই উপজেলার গোপালপুর গ্রামের সোহরাব আলী মাস্টারের ছেলে এরশাদ আলী (৩৫)। 

নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু বলেন, গত শুক্রবার সকালে সেলিম ও এরশাদ সাধারণ পোশাকে মোটরসাইকেলে চড়ে আমার পরিষদে আসেন। তাঁরা নিজেদের র‍্যাব নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার কর্মকর্তা বলে পরিচয় দেন। পরে তারা পরিষদের চলমান কর্মকাণ্ড বিষয়ে খোঁজ নেন। বিদায় নেওয়ার সময় আমি এক হাজার টাকা দিয়ে দুপুরে খাবার খেয়ে নিতে বলি। 

এ সময় সেলিম মোরশেদ একটু বেশি টাকা চেয়ে বলেন আমার মোটরসাইকেলের ব্যাটারি বদল করতে হবে। আমি আরও দুই হাজার টাকা দেই। পরে তারা জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হকের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ৫ হাজার টাকা নিয়ে যান। তারা আবার গোপালপুর ইউনিয়ন পরিষদের গেছে জানতে পেরে আমার সন্দেহ হয়। তখন আমি বিষয়টি থানা-পুলিশ এবং নাটোর র‍্যাব অফিসকে জানাই। পরে বিকেলে নাটোর থেকে র‍্যাবের একটি টিম সেলিম ও এরশাদকে গোপালপুর ইউপি কার্যালয় থেকে আটক করে। 

গোপাল ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পারি সেলিম হোসেন পুলিশের কনস্টেবল থেকে র‍্যাবে যোগদান করেছিলেন এবং বড়াইগ্রামে এলাকার গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। বিশেষ একটি ঘটনায় সে চাকরিচ্যুতি হন। 

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের ইনচার্জ মেজর সানরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সোমবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী